মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে উদ্ধারকারী নৌকা সহযোগীতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে অধিকতর জোরদার করনের লক্ষ্যে আর্ন্তজাতিক দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে সোমবার বিকালে সিরাজগঞ্জ ক্রসবার-৩ এ আর্ন্তজার্তিক দুর্যোগ ঝুকিঁ প্রশমন দিবস-২০২৫-এ সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটিকে দুটি উদ্ধারকারী নৌকা প্রদান করা হয়।

অক্সফাম এর সহযোগীতায় স্থানীয় এনজিও মানব মুক্তি সংস্থা কৃর্তক বাস্তবায়িত এনহ্যান্সিং ডিজাস্টার রেজিলিএ্যান্স ক্যাপাসিটি (ইডিআরসি)-প্রকল্পের আওতায় এই সহযোগীতা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জেলা ত্রান ও পূর্নবাসণ কর্মকর্তা আব্দুল বাছেদ এবং ইনউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, রাজাপুর ইউনিয়ন এর পক্ষে আলাউদ্দিন খান এ নৌকা গ্রহন করেন। এ সময়ে জেলা ত্রান জেলা ত্রান ও পূনর্বাসণ কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, সিরাজগঞ্জ একটি বন্যাপ্রবন জেলা।

দ্রুত পরিবহন বা স্থানান্তরের ব্যবস্থা না থাকায় , এই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার মানুষ বন্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এখন এই নৌকাগুলি তাদের মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে স্থানাস্তর তথা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মানব মুক্তি সংস্থা কো অর্ডিনেটর মিজানুর রহমান, কাওয়াকোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল রাজ্জাক সহ প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়