টাইফয়েড থেকে সুরক্ষায় মানিকগঞ্জের চার লক্ষাধিক শিশু পাচ্ছে বিনামূল্যে টিকা


মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় মানিকগঞ্জে চার লাখ ৩৪ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক দিনব্যাপী কনসালটেশন কর্মশালায় এই তথ্য নিশ্চিত করা হয়। জেলা তথ্য অফিসার মুহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)।
কর্মশালায় বক্তারা বলেন, “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কাযক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচীর আওতায় এই প্রকল্প হাতে নিয়েছে। মানিকগঞ্জে ৯ মাস থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী চার লাখ ৩৪ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে।
ভ্যাকসিন গ্রহণকারীদের কোন প্রকার শারীরিক জটিলতা সৃষ্টি হবে না। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: আমীর হোসেন। গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা থেকে জুম মাধ্যমে উপ¯ি’ত ছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম ও সহকারী তথ্য অফিসার আনিসুর হক আকন্দ। সচেতনতামূলক বার্তা প্রদান করেন মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রমিতা সরকার।
বাংলাদেশ সংবাদ সং¯’ার আব্দুল মুন্নাফ খান, দৈনিক দিনকালের আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের মোঃ নুরুজ্জামান, দৈনিক সংগ্রামের শিকদার শামীম আল মামুন, দৈনিক আলোকিত বাংলাদেশের দেওয়ান আবুল বাশার, দৈনিক খবর পত্রের মো. তজুমুদ্দিন, চ্যানেল এস এর আফ্রিদি আহমেদ, ৭১ টিভির মনিরুল ইসলাম মিহির, সময় টিভির মোহাম্মদ ইউসুফসহ জেলায় কর্মরত সাংবাদিকগন কর্মশালায়
অংশগ্রহণ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।