মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাথিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাবনার সাথিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সাথিয়া বাজারের সাকিব ফল ভান্ডার ও লিমা ফল ভান্ডার কে ঠোঙ্গার নিচে মোটা কাগজ ব্যবহার করে ওজন বৃদ্ধি এবং পচা খেজুর বিক্রির দায়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাজি বিরিয়ানি হাউজ-কে কিচেন ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপন দেয়ার অভিযোগে ২ হাজার টাকা এবং আইনুল হোটেল-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে ভোক্তা অধিকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তার অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়