মানিকগঞ্জে বারসিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু


মানিকগঞ্জ প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সং বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা স্যামুয়েল হাশদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার প্রফেসরস হাউজিং-এর একটি
ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের আকস্মিক অনুসন্ধানে এই মৃত্যুর ঘটনা সামনে আসে বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা স্যামুয়েল হাশদা ২০০৯ সাল থেকে বারসিকে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি মানিকগঞ্জের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পূজার ছুটি শেষে সোমবার রাতে তিনি মানিকগঞ্জের ভাড়া বাসায় ফেরেন।
কিš‘ মঙ্গলবার সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার ভাড়া বাসায় যান। সেখানে তাকে মৃত অব¯’ায় দেখতে পেয়ে তারা বাড়ির মালিক ডাঃ প্রফেসর মো. সুলতান উদ্দিনকে খবর দেন। পরে বাড়ির মালিক ও সহকর্মীরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনা¯’লে এসে যথানিয়মে দরজা ভেঙে স্যামুয়েল হাশদারের মরদেহ উদ্ধার করেন।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই আকস্মিক মৃত্যুতে বারসিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।