বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে নৌকা ডুবে নিহত শিশুর পরিবারকে আর্থিক চেক প্রদান  

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে স্বারদীয় দূর্গাপুজায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে দুই নৌকার সংর্ঘষে নৌকা ডুবে নিহত দুই শিশুর পরিবারকে সোমবার দুপুরে চেক প্রদান করলেন উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ নিহতের স্বজনদের হাতে এ আর্থিক চেক হস্তান্তর করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা নিবার্হী কর্মকর্তার সহযোগিতায় সোমবার দুপুরে ওই নিহত অঙ্কিতার বাবার হাতে ২৫ হাজার টাকা ও নিহত তন্ময়ের বাবার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন নিবার্হী কর্মকর্তা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা জাকারিয়া আলম সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ বলেন, নিহত দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,গত ২অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় দূর্গাপুজার দশমীতে উপজেলার চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ইঞ্চিন বিকল হলে অন্য একটি নৌকার ধাক্কায় যাত্রী বুঝাই নৌকা ডুবে অন্যান্যরা পাড়ে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় দুইজন নিখোঁজ হয়। ঘটনার একদিন পর নিখোজ অংকিতার লাশ ও নৌকাটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু সেদিন তন্ময়ের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। তিনদিন পর উপজেলার বরিয়াবহ গ্রামে ঘাটাখালি নদীতে তন্ময়ের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়