মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আদীতমারীতে হিন্দু বাড়ি আগুনে পুড়ে ছাই, সহায়তায় এগিয়ে এলেন আব্দুর রহমান কারীমী।।

লালমনিরহাট প্রতিনিধি: মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী (পীর সাহেব, (রূহানীনগর) তিনি বলেন, ‘মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নবীর (সা.) শিক্ষা। লালমনিরহাট আদীতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে  চরিতাবাড়ী এলাকার উকিলেশ্বর ও অনিল দুই হিন্দু ধর্মাবলম্বীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে ঘরের ৮টি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কিছুই বের করা সম্ভব হয়নি।

ফলে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় নিয়ে ছুটে এলেন মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জেলার আদীতমারী  উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে চরিতাবাড়ী এলাকার  হিন্দু পরিবার উকিলেশ্বর বাড়িতে আগুন লেগে তার বসতঘরের ৮ টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে চিকিৎসার জন্য রক্ষিত নগদ পাঁচ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে আগুনে পুড়ে পরিবারটির প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।

উকিলেশ্বর ও অনিল নামে দুই কৃষকের ৮ টি ঘর একটি গরু একটি ছাগল, মোটরসাইকেলসহ নগদ প্রায় চার লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানবিক সহায়তায় নিয়ে ছুটে এলেন মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে চাল দুই বস্তা,সোয়াবিন তেল, মশুর ডাল,গোসল সাবান, কাপড়কাচা সাবান, হুইল পাউডার, পিয়াজ,রসুন, গুড়া হলুদ, লবন, গুড়া মরিচ,ডিম নগত আর্থিক সহায়তা করেন। ‘মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নবীর (সা.) শিক্ষা তিনি স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়