রায়গঞ্জে পরীক্ষার খাতা কেড়ে নিলেন স্থানীয়রা, জনগণের তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষার খাতা কেড়ে নিলেন স্থানীয়রা।জনগণের তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি। জানাযায়, উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুপার ও ইবতেদায়ী প্রধান এই দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই নিয়োগ পরীক্ষায় সুপার পদে ৮জন এবং ইবতেদায়ী প্রধান পদে ০৪ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ সরাসরি ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণ পরীক্ষা হলে মধ্যে ঢুকে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন। পরবর্তীতে জনসাধারণের অভিযোগ ও তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম।
এ বিষয়ে ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন জানান, এই নিয়োগ প্রক্রিয়াটি অনিয়মের ভিত্তিতে হচ্ছে। জানতে পেরেছি দুইটি পদে প্রায় ২৫ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে পিলু জানান, এই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাটি স্বচ্ছ ভাবেই হচ্ছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের তোপের ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, এই নিয়োগ পরীক্ষাটা নিয়ম মধ্যে দিয়ে শুরু হয়।
পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এই নিয়োগের বিষয়টি আমি অবগত ছিলাম না। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সাথে আলোচনা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম জানান, এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ আগে থেকে ছিলো না, পরীক্ষা চলাকালীন সময়ে লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।