মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোটায় সাক্ষাৎকার সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়

মো: শাহিদুল ইসলাম সবুজ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) (বিএ/বিএসসি (ইঞ্জিনিয়ারিং)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ) বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটায় ভর্তিচ্ছু যেসকল শিক্ষার্থী এখনো কোন বিভাগ বরাদ্দ পায়নি তাদেরকে (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচ তলায় স্ব স্ব শরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করতে হবে।

সাক্ষাৎকারে অংশ নিতে হলে প্রার্থীদের অবশ্যই মূল সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে প্রার্থীরা কোটা সুবিধা থেকে বঞ্চিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই পূর্বক মেধাক্রমানুসারে একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ২৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১ টার মধ্যে স্ব স্ব বিভাগে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়ের পরে আর কোন প্রার্থীকে কোটায় ভর্তি করানো হবে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়