মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান,একটি কারখানাকে তালাবদ্ধ করে সিলগালা 

স্টাফ রিপোর্টার: দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামে অবস্থিত দুটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রমে একটি কারখানা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি কারখানাকে তালাবদ্ধ করে সিলগালা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাসুদ ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, “পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন স্থানে অবৈধ ও পরিবেশ বিপজ্জনক কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। এই অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়