মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে পুকুর থেকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে একটি পুকুর থেকে প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে মাছ ধরার সময় স্থানীয়রা মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে। জানা যায়, মাঝগ্রামের লোকমান হাসান তার নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে একপর্যায়ে কয়েকজন শ্রমিক জলের নিচে শক্ত কিছুতে বাধা পান। পরে সেটি উঠিয়ে আনলে দেখা যায়, এটি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি, যা কষ্টিপাথরের তৈরি।

মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা। উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পুকুর পাড়ে জড়ো হন এবং সেখানে পূজা-অর্চনা শুরু করেন। স্থানীয়দের ধারণা, এই মূর্তিটির আনুমানিক মূল্য ১০ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসির চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি ১০০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা সরেজমিনে এসে এটি নিজেদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়