তাড়াশে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর উপর অভিমান করে শামীম হোসেন (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার ( ৬ জুলাই) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।
মৃত শামীম হোসেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের দফাদার রতন কুমার।
নিহত শামিমের বোন রেনুকা খাতুন ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় একযুগ আগে গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামিম হোসেন উপজেলার উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলেও আছে।
এ দিকে আত্মহত্যা কারী শামিমের ভাই সাগর প্রবাসে থাকেন। তিনি সম্প্রতি বাড়ি করার জন্য ভাই শামিমের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। যে টাকা শামিম স্ত্রী জান্নাতির কাছে রেখে দেন।
আর জান্নাতি শামিমের ভাইয়ের পাঠানো বাড়ি করার ওই টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে স্বামী- স্ত্রীতে প্রায় সপ্তাহকাল ব্যাপী কলহ চলছিল। আর কলহের জেরে গত বৃহস্পতিবার রাগ করে শামিমের স্ত্রী শামিমকে তালাক দেন। এতে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন।
এ ব্যাপারে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, আত্মহত্যা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।