অবৈধ পুশ ইন না করে হাসিনাকে পুশ ব্যাক করেন: ভারতকে দুদু


সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেছেন, নিজের দেশের নাগরিকদের অবৈধ পুশ ইন নয়, স্বৈরাচার শেখ হাসিনাকে পুশ ইন করেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, যারা বাংলাদেশের টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে গেছেন তাদেরও পুশ ইন করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত ৫০ বছর ধরে তাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পায়নি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই। পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে ভারত সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ জানিয়ে দুদু বলেন, আপনার দেশের নাগরিকদের পুশ ইন না করে বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছেন তাদের পুশ ইন করুন। দ্রুত শেখ বাংলাদেশে হাসিনাকে পুশ করেন। তাকে আপনার দেশে রেখে দেবেন আর আপনার দেশের নাগরিকদের পুশ করবেন এটা মেনে নেওয়া যায় না।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, যদি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী ও দেশের টাকা লুটপাটকারীদের ফেরত না পাঠান তাহলে ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার জেগে উঠলে ভারতের এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এবং ভারত যে অন্যায় করছে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।