সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ করলেন আকাশ মিয়া
বাহাউদ্দীন তালুকদার: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এমন স্লোগানকে ধারণ করে প্রায় ১০০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। শনিবার (০৭ জুন ২৫) দুপুর ২ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে অসহায়দের মধ্যে গোশত বিতরণ করেন মরিচাচ প্রবাসী আকাশ মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মরিচাচ প্রবাসী আকাশ মিয়া জানান, সুবিধাঞ্চিতদের পাশে দাঁড়ালে পরিবর্তন আসবে সমাজব্যবস্থায় এবং পরিবর্তন হবে দেশ ও জাতির। তিনি বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিবারের মতো সামনের দিনগুলোতেও সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, প্রতি বছর তিনি কুরবানি করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।