লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান


সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।
শুক্রবার (০৬ জুন ) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে আসেন তারেক রহমান।
এর আগে, পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটানোর পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে ফিরে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে আসার সময় দুই ছেলের স্ত্রীরাও এসেছিলেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে আগেই চলে গেছেন। বৃহস্পতিবার গেলেন বড় ছেলের স্ত্রী।
১৭ বছর পর দেশে ফিরে ডা. জোবাইদা রহমান মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভীর ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরে তেমন কোনো কর্মসূচিতে অংশ নেননি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।