বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

সংবাদের আলো ডেস্ক: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট বিভাগে এই আবেদন করা হয় বলে জানান রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

তিনি জানান, ‘হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করেছেন এই বলে যে—রিট আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর লোকাস স্ট্যান্ডাই (এখতিয়ার) নাই। লিভ টু আপিলে আমরা বলেছি, কোনো আদালতের রায় বা আদেশ যদি প্রতারণামূলক বা বিতর্কিত হয় অথবা কোনো আদালত যদি এখতিয়ারের বাইরে গিয়ে রায় বা আদেশ দিয়ে থাকেন, তবে সচেতন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে সেই রায়-আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে। হাইকোর্ট তা বিবেচনা না করে রিট আবেদনটি খারিজ করেছেন।’

মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটির শুনানি হবে বলে জানান আইনজীবী মুসা।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

গত ২২ মে রিটটি সরাসরি খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়