বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওয়ারহার প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা  সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওয়ারহার প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়িত এলাকা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যাযে উক্ত প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমএন্ডই এর উপ-পরিচালক ও নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওযারহার প্রজেক্ট এনডিপি’র ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইলিয়াস হাসান শেখ। সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রতিনিধি উক্ত প্রজেক্টের প্রজেক্ট সমন্বয়কারী নাজনীন শবনম ও প্রজেক্ট অফিসার মো: মনির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপ-ব্যবস্থাপক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, এসএমসির সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ছাত্র/ছাত্রী, ডিবেট ও ইয়ুথ ক্লাবের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ শিক্ষক/শিক্ষিকা গণ উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।  সভায় প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি সহ উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং কর্মসূচি গুলো যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়