মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে ব্যাখ্যা দিল সরকার

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জারি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান থাকা পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, প্রচার, মিছিল, সভা-সমাবেশ ও যে কোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংগঠনটির নেতা-কর্মী ও সদস্যদের উপরও প্রযোজ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সরকার স্পষ্ট করে আরো বলেছে, এই নিষেধাজ্ঞা কোনোভাবেই অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা সরকারের পদক্ষেপ নিয়ে গঠনমূলক আলোচনা, বিশ্লেষণ ও মতামত প্রকাশের স্বাধীনতা এই প্রজ্ঞাপনে সীমিত করা হয়নি।

আরও বলা হয়, গত প্রায় ১৫ বছরে এবং বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিচার প্রক্রিয়া ব্যাহত করতে ও জনমনে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো বিচারপ্রার্থী এবং সাক্ষীদের হুমকি দিচ্ছে, হামলা করছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারের পক্ষ থেকে ১২ মে তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়