মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে পথ পাঠাগারের সভাপতি সারোয়ার,  সাধারণ সম্পাদক রাজেশ

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার থেকে তালিকাভুক্ত ‘পথ পাঠাগারের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে   সংগঠনের অস্থায়ী কার্যালয় কলেজ রোডে উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও রাজেশ গৌড়কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি করা। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো.জিয়াউল হক শুভ, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল আলম সজীব, অর্থ সম্পাদক তন্ময় সাহা, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য নির্মল রবিদাস, জীবন কুমার নন্দী,

লতিফা আক্তার। এ কমিটি আগমী  ২ বছর দায়িত্ব পালন করবে। 

এ দিকে দুর্গাপুর উপজেলায় পথ পাঠাগারের কার্যনিবাহী নতুন কমিটি গঠন হওয়ায় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

২০২০ সালের ২ জুন পথ পাঠাগারের যাত্রা শুরু হয়। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার চর্চা, পাঠকদের মনের তৃপ্তি আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকাণ্ড রোধে  পথ পাঠাগার প্রতিষ্ঠা করা হয় । হোটেল , চা স্টল, সেলুন, ফার্মেসি, রেল স্টেশন সহ ফেরিঘাট মিলিয়ে সর্বমোট  পথ পাঠাগারের ১৯টি  শাখা রয়েছে।  এ শাখা গুলোতে সেলফ ও পাঠাগারের ব্যানার দিয়ে বইপড়ার স্থান তৈরি করে দেওয়া আছে।  যেখানে বইপড়ার সুযোগ পান সব শ্রেণিপেশার মানুষ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়