মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই শিশু আপন ভাই—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে ইব্রাহিম ও ইমরান ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে নদীর পালের ঘাট এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়