চৌহালীতে সিএনজি স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন


চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সিএনজি স্ট্যান্ড অবৈধভাবে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে শ্রমিক-মালিকেরা। বৃহস্পতিবার দুপুরের দিকে সিএনজি চালক শওকত সিকদারের সভাপতিত্বে চৌহালী টু নাগরপুর রুটের বিপুল সংখ্যক সিএনজি চালকরা উপজেলার বেবিস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অংশ নেয়। চৌহালী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত আলী রফি আব্দুল কুদ্দুস শিকদার সভাপতিত্ব করেন। এসময় চৌহালী উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শ্রমিক নেতা তালহাজ্ব, কামরুল ইসলাম, হানিফ ড্রাইভার ও ইসমাইল হোসেন সহ বিপুল সংখ্যক শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, চৌহালীর সিএনজি স্ট্যান্ডটি কিছু বহিরাগত লোকজন অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি দেখিয়ে স্ট্যান্ড দখল করে চাঁদা উঠানো শুরু করে। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে স্ট্যান্ড দখল করে চাঁদা উঠানো শুরু করেছে। এই ভূয়া কমিটি মানি না। এটা একটি প্রকাশ্য চাঁদাবাজি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।