শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জে সরকারী ১১৯ বস্তা চাল উদ্ধারের ঘটনায় আটক বিএনপি নেতা হাসপাতালে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাসিতলায় নিজস্ব গুদামে মজুদকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫. ৮ মেট্রিক টন) চাল উদ্ধারের ঘটনায় অবেশেষে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৭ মে) বিকালে কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) সুকুমার রবিদাস বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।  মামলায় একমাত্র আসামী করা হয়েছে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবুকে (৫০) । তবে, মামলার পর পরই থানা পুলিশের হেফাজতে থাকা সাহাবুল ইসলাম হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) বুলবুল ইসলাম বলেন, থানা হাজতে থাকা সাহাবুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।  এ মামলার বিষয়ে ওসি জানান, চাল উদ্ধার ও আটকের ঘটনায় ইউএনও’র নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে গ্রাম পুলিশ সুকুমার রবিদাস থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়।

যাহার মামলা নং-১৫/২০২৫। হাসপাতালে পুলিশ পাহাড়ায় থাকা আসামী সাহাবুল ইসলাম সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে।  এরআগে, সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাহাবুল ইসলাম সাবুকে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) সকালে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫.৮ মেট্রিক টন) সরকারি চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আসাদুজ্জামান। চাল মজুদের অভিযোগে আটক করা হয় বিএনপি নেতা সাহাবুল ইসলাম সাবুকে।

পরে জব্দনামা তৈরি করে চালগুলো খাদ্যগুদামে পাঠানো হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাওসার মানিক সাংবাদিকদের বলেন, যেহেতু অভিযান করেছে পুলিশ ও প্রশাসন তাই মামলাও তাদেরকে করতে হবে। চাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ডিলার জড়িত থাকলে খাদ্য বিভাগ থেকে মামলা করা হতো। এরআগে,গেল সপ্তাহে কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল কাফির বাড়ি থেকে ১৮৭ বস্তা ৪ মেট্রিক টন চাল উদ্ধার ও মজুদের অভিযোগে আটক সবুজের বিরুদ্ধে নিজে বাদি হয়ে থানায় মামলা করেন খাদ্য কর্মকর্তা রওশানুল কাওসার মানিক।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযানে গোডাউন থেকে ৫০ কেজির ওজনের ১১৯ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বেশ কিছু খালি বস্তা জব্দের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করে সেগুলো খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এসময় চাল কিনে গোডাউনে মজুদের অভিযোগে সাহাবুল ইসলাম সাবু নামে একজনকে আটক করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ি আইনগত ব্যবস্থা নেবেন পুলিশ ও খাদ্য বিভাগ। পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তা বাদি হয়ে মামলা করবেন বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়