রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশি আব্দুল ওয়াদুদ দুলালকে (৫০) দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত (০৬ মে) মঙ্গলবার বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে এ ঘটনা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে হামলাকারী আব্দুল হান্নান (৬০) ও তার ছেলে মো. রায়হান (২৫) কে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (০৭ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুল দুলালের বাড়ির সামনে পুকুর পাড়েরের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান।

এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর হত্যার উদ্দেশ্যে ঘাড়ে দা দিয়ে কোপ দেয় হান্নান। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে আহত দুলালকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। এ’নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীরা হামলাকারী হান্নান ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আরও বলেন, আব্দুল হান্নান খুবই দাঙ্গাবাজ ও মামলাবাজ প্রকৃতির লোক। সে কমপক্ষে শতাধিক মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে।

এমনকি হান্নান বিভিন্ন মসজিদের কোপন দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা তোলে। কিছুদিন আগে প্রতারণা করতে গিয়ে ময়মনসিংহ শহরে গণধোলাইও খেয়েছে। স্থানীয়রা আরও জানায়, তার ছেলে রায়হানের নামে থানায় বলৎকারের মামলাও আছে। এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে ভোক্তভোগী আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, ‘হান্নান ও তার ছেলের পেশাই হলো মানুষকে হয়রানি অত্যাচার-নির্যাতন এবং গায়ের জোরে জমি দখল করা। আমাকে সে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। শেষ পর্যন্ত আমাকে প্রাণে মারতে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। আল্লাহর রহমতে ও এলাকাবাসীর চেষ্টায় এ যাত্রায় আমি বেঁচে গেছি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। হান্নান ও তার ছেলে রায়হানকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়