গোপালগঞ্জে উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। রবিবার (১১ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তারেক সুলতানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক সভায় চলমান নানা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, “জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়ন থেকে জনসম্পৃক্ততা—সবক্ষেত্রেই সাংবাদিকদের সহায়তা আমাদেরকে আরও দক্ষভাবে কাজ করতে সহায়তা করে।” সভায় জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন এবং তাঁরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যাবলি ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।
জেলা প্রশাসক সেসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের ব্যাপারে প্রশাসনের সদিচ্ছা ও করণীয় সম্পর্কে আশ্বাস দেন। সভাটি স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন পরিকল্পনায় একযোগে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।