সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগে সিদ্ধান্ত নিলে গতকালের মতো অবস্থার সৃষ্টি হতো না: নজরুল ইসলাম খান

সংবাদের আলো ডেস্ক: সরকার যদি আগে সিদ্ধান্ত নিত তবে গতকালের মতো এমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১১ মে) বিকেলে জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের উদ্যোগে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

তবে সরকারের কাজে অনেক ঘাটতি আছে অভিযোগ করে বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা উচিত। দেশের মানুষ ও তরুণ প্রজন্ম নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি। এ সময় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়ার আহ্বানও জানান বিএনপির এ নেতা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়