বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম  প্রতিনিধি: সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভসাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখা।বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর। একইসাথে বক্তারা ফ্যাসিবাদের সহযোগী উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিগ্রস্ত বিচারকদের অপসারণের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ আলী আহমেদ, সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ শিথীল, অ্যাডভোকেট মোছা. শাহানাজ পারভীন, অ্যাডভোকেট হারুন উর রশিদ এবং অ্যাডভোকেট মো. নুর জামাল প্রমুখ।সমাবেশে অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, “যারা বিচার বিভাগের দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে গণতন্ত্র ধ্বংসে সহায়তা করছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নতুবা গণআন্দোলন আরও তীব্র ও দুর্বার হয়ে উঠবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়