বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেরোবিতে অনুষ্ঠিত হলো দ্যা ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড ২০২৫’–এর আঞ্চলিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সার্বিক সহযোগিতায়। রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ছিল পাঁচটি গ্রুপে: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম-দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়।

প্রতিটি গ্রুপে শিক্ষার্থীরা তথ্য ও সাধারণ জ্ঞানের প্রশ্নে অংশ নেয়। সবার অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক এবং প্রাণবন্ত। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র দেওয়া হয়। উল্লেখ্য, এই অলিম্পিয়াডের জাতীয় পর্বে বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকার পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ এবং খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়