নওগাঁয় শ্রমিক কল্যান ফেডারেশনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নওগাঁ জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম,
নওগাঁ পৌরসভা আমীর মাওঃ শফিকুল ইসলাম, নওগাঁ উপজেলা জামায়াতের আমির মাওঃ মোনায়েম হোসাইন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আসলাম হোসেন, পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান, সদর সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মাওলানা রহিদুল ইসলাম, রুবেল হোসেন, ফার্নিচার শ্রমিক সভাপতি আল মামুন হিরা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানান। এছাড়াও জেলার ১১টি উপজেলায় শ্রমিক কল্যান ফেডারেশন ও ২০টি ট্রেড ইউনিয়ন এর উদ্যোগের জেলার বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলায় জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ এনামুল হক এর নেতৃত্বে পত্নীতলা ও ধামুইরহাটে, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে মহাদেবপুর-বদলগাছিতে, সাপাহারে জেলা কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম এর নেতৃত্বে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।