বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে সিপিবির আয়োজনে মে দিবস পালিত 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি। বুহস্পতিবার (১ মে) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাদুঘরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। মহান মে দিবস আমাদের সেই ঐক্য ও সংগ্রামের প্রতীক।”

সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, আদিবাসী নেত্রী পার্বতী রুচিল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সাংগঠনিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়