বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘সংবাদের আলো’তে নিউজ প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি: অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান চঞ্চল । তাকে নিয়ে সম্প্রতি একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদের আলো’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ইউএনওর নজরে আসলে তিনি মোস্তাফিজুর রহমান চঞ্চল  সাহায্যে এগিয়ে আসেন। গত ৩০ এপ্রিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদের আলো’ পত্রিকায় ‘অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত মোস্তাফিজুর রহমান চঞ্চল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম আজ বৃহস্পতিবার  নিজ কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী চঞ্চলের হাতে ভর্তি সংক্রান্ত আর্থিক সহয়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত  কৃষি অফিসার মাহাবুবুল আলম বসুনিয়া,সাদুল্লাপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. মশিউর রহমান, চঞ্চলের বড় ভাই মশিউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষার উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছি। অদম্য মেধাবীদের সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।

আমার লক্ষ্য, অর্থের অভাবে যেন কারো লেখাপড়া বন্ধ না হয়।  এদিকে উপজেলা প্রশাসনের এই সহযোগিতা পেয়ে মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান চঞ্চল বলেন, ইউএনও স্যার আমার অসহায়ত্বের খবর পেয়ে আমার  স্বপ্ন পূরনে পাশে দাঁড়িয়েছেন। আমি খুব আনন্দিত ও গর্বিত। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারলে মানুষের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।  এ জন্য ইউএনও স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়