কালীগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।।


লালমনিরহাট প্রতিনিধি: শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি কার্যালয় থেকে বের হয়ে তুষভান্ডার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। তারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির বাবু ও সাধারণ সম্পাদক বিপ্লব হাসান রুমেল।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন, যুবদল সদস্য মোন্তাসির রহমান রিপন, উপজেলা বিএনপি সদস্য আজাদ জিন্নাতুল প্রিন্স,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মে দিবসের এ কর্মসূচিতে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে আলোচনা সভায় কালীগঞ্জ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।