বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেনাপোল পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক – ১

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী উত্তর বারপোতা গ্রাম থেকে ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নিষিদ্ধ এই ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিমুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন খলসী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রামস্থ চারা বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে অবৈধ ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শিমুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়