কামারখন্দে ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী অফিস উদ্বোধন।
মোঃখাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে কামারখন্দ হাটখোলায় । ইউনিয়ন এবং উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা বি এন পির সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামাল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে এই নির্বাচনী অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, এই অফিসের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।