বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

সংবাদের আলো ডেস্ক: প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি।

প্রথম চতুর্থ দিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন। আর বাতিল হয়েছে ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো, সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি।

গত ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭। বাতিল হয়েছে ৮১টি আর স্থগিত ২৩টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

১০ জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়