বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামী-শ্বশুর কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও শ্বশুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী গৃহবধূ মোছা. ফারজানা খাতুন। তিনি জেলার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের ফয়জার রহমান ইছার মেয়ে। তার স্বামী মো. সোয়েবুর রহমান সোয়েব কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি করিমপুর নেছাবীয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তার পিতা আব্দুল কাদের কাকিনা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

শনিবার(১০ জানুয়ারি) বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহববধু মোছা. ফারজানা খাতুন (২০) অভিযোগ করেন, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরের উসকানিতে তার কাছে যৌতুক বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়। এই টাকা আদায়ের জন্য তাকে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, এক বছর আগে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পরও নির্যাতন বন্ধ না হয়ে বরং আরও বেড়ে যায়। এমনকি তাকে বাবার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ থেকেও বিচ্ছিন্ন করে রাখা হয়।

গত বছরের ২৬ এপ্রিল দুপুরে বাড়ির আঙিনায় গৃহস্থালি কাজ করার সময় যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করা হয়। টাকা আনতে অস্বীকৃতি জানালে স্বামী লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় শ্বশুর, শাশুড়ি ও ননদও মারধরে অংশ নেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তার বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনে ৪জন আসামি করে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, ওই মামলায় অভিযুক্ত স্বামী মো. সোয়েবুর রহমান সোয়েব ও শ্বশুর আব্দুল কাদের গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী গৃহবধূ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়