বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ৫ শত পরিবারকে কম্বল উপহার দিল পুনঃব্যবহার

উজ্জ্বল অধিকারী: “অসহায় মানুষের উষ্ণতার জন্য এটাই শেষ সুযোগ, আমাদের একটি উদ্যোগই বদলে দিতে পারে কারো রাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সেবামূলক সংগঠন পুনঃব্যবহারের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচির যমুনার তীরবর্তীতে অসহায় মানুষ ও হতদরিদ্র তাঁত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বেলকুচির আজগড়া গোটাতলায় হাজীবাড়িতে পুনঃব্যবহারের আয়োজনে  অ্যাসোসিয়েশন অফ ওয়াল্ড ফেয়ার এন্ড ফেষ্ট ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ৫শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির উদ্যোক্তা জান্নাতুল পিংকী, ফারিয়া মিত্রা, জাকারিয়া রহমান, রুমান, জাহিদ, তোহা, মুমু নাহিদা ও আয়াজ উপস্থিত ছিলেন। তাদের এমন মহতি উদ্যোগে এলাকার অসহায় মানুষ শীতে কম্বল পেয়ে সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়