বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে
সংবাদের আলো ডেস্ক: ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেবার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী খবর পাবার কথাও উল্লেখ করেছে ক্রিকইনফো।
ক্রিকইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে নাকি বলা হয়েছে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে বিসিবি এবং আইসিসি কোন পক্ষই বৈঠকের বিষয়ে কিছু জানায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।