রবিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ডিএমপি: কমিশনার সাজ্জাত

সংবাদের আলো ডেস্ক: বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের নিরপেক্ষতার সাথে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরজন্য বাহিনীতে ব্যাপক রদবদলও আনা হয়েছে— এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন- ক্র‍্যাব’র বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেকেই গানম্যান দেয়া হয়েছে, আগামীতেও কোন প্রার্থী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চাইলে তা দেয়ার ব্যবস্থা করা হবে। হাদি হত্যা মামলায় তদন্তের অগণিত নিয়ে কথা বলেন কমিশনার। বলেন, হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়