রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা
সংবাদের আলো ডেস্ক: সিকান্দার রাজাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ৭ বছরের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।
পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানি’কেও ফেরানো হয়েছে রোডেশিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।
অপরদিকে, শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন ১৫ জনের দলে। এছাড়া ব্রেন্ডন টেলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন অধিনায়ক সিকান্দার রাজা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে রাজাদের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।