সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর
সংবাদের আলো ডেস্ক: সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২৭ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা সমস্যার সুযোগ নেই।’ বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল রোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাবসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।