মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তসহ ৩ দাবি ইনকিলাব মঞ্চের

সংবাদের আলো ডেস্ক: শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনা তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার গোয়েন্দা সংস্থাকে যুক্ত করাসহ ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ইনকিলাব মঞ্চের ৩ দাবির প্রথমটি হচ্ছে, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে।

দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

তৃতীয় দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়