বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ফসলের সাথে শত্রুতা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর সভার বামনহাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জমির ফসল কেটে নষ্ট করার অভিযোগ ওঠেছে। উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে। জমির মালিক ইজ্জত আলী খানের ছেলে আজিজুল খান ও তোফাজ্জল খানের —– জমির ভুট্টা ও লাউ গাছের বাগান কেটে ফেলে দুর্ববৃত্তরা। সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা এবং ভূঞাপুর থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করেছেন।

এ ঘটনায় বুধবার রাতে ভূঞাপুর থানায় অজ্ঞাত নামা একটি মামলা হয়েছে। আজিজুল খান জানায়, আমাদের চাচাতো ভাই লাবলু খানের সাথে জমি নিয়ে একটি বিরোধ আছে। মামলাও হয়ে ছিলো, আমরা রায় পেয়েছি। আমার সেই জেদের কারণে তারা আমাদের —- জমির শস্য কেটে নষ্ট করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, বিষয়টি যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়