শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উলিপুর প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম।

দ্বিতীয় দফায় উপজেলার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন কোমলমতি শিক্ষার্থীকে নতুন করে এ কর্মসূচির আওতায় আনা হয়। উদ্বোধনের সময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু ওয়ারেছ, তাপসী রাবেয়া, আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি ২০২৩ সালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়।

সেখানে ১৬৮ জন কোমলমতি শিক্ষার্থী দৈনিক ২০০ মিলি: প্যাকেটজাত গাভীর দুধ পেয়ে আসছে। দীর্ঘ ৩ বছর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে গত বুধবার বিকালে পৌরসভার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হলো। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়