শেরপুরে মানসিক সমস্যায় ভোগা অজ্ঞাত পরিচয়ের নারী উদ্ধার
মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া খোশাপুর উত্তর হরিনাকন্দা গ্রাম এলাকায় মানসিক সমস্যায় ভোগা এক অজ্ঞাত পরিচয়ের নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল থেকে তিনি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় জানা যায়, নারীটি কেবল নিজের নাম “মোছা. মহিতন” বলতে পারেন। তবে বাবার নাম, মায়ের নাম, ঠিকানা বা পরিচয় সংক্রান্ত অন্য কোনো তথ্য জানানোর মতো স্বাভাবিক মানসিক অবস্থায় নেই তিনি।
এলাকাবাসীরা জানান, অসংলগ্নভাবে হাঁটাচলা করতে দেখে মানবিক বিবেচনায় তাঁকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
যদি কেউ ওই নারীকে চিনে থাকেন বা তাঁর পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে—
01902704157
মানবিক কারণে অসহায় এই নারীর পরিবার খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।