বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অবস্থান কর্মসুচি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সারা দেশের মতো সিরাজগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।

এটি চলবে বেলা ১২টা পর্যন্ত। এসময় হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এটি আমাদের ন্যায্য অধিকার। দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এদিকে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচির কারণে হাসপাতালে সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা ও ওষুধ বিতরণ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা। উল্লেখ্য আগামী কাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা ও শিক্ষা–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে এই কর্মসুচি ও নতুন কর্মসুচি পালনের ঘোষণা দেবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায় না হলে পরবর্তী ধাপে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়