নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এক বছর ধরে চিকিৎসক শূন্য, স্বাস্থ্য সেবা ব্যাহত
মো: সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রায় এক বছর ধরে চিকিৎসকশূন্য অবস্থায় রয়েছে। স্থানীয়দের ধারাবাহিক প্রচেষ্টা, জেলা সিভিল সার্জনের সুপারিশপত্র এবং স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মেডিক্যাল অফিসার নিয়োগ হয়নি।
ফলে হাওরাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, ২০২৫ সালের ১৬ মার্চ জেলা সিভিল সার্জন মো. নোমান মিয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (আইডি–১১৬০৩০) ও স্যাকমো (আইডি–১১৬০২৯) পদে দ্রুত লোকবল নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আবেদনপত্র সংযুক্ত করে জরুরি ভিত্তিতে পদায়নের অনুরোধ জানানো হলেও এক বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো কোনো নিয়োগ হয়নি। ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, “এলাকাবাসীর স্বার্থে বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও এখানে চিকিৎসক পাঠানো হয়নি। দরিদ্র মানুষ চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন।
দ্রুত মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।” এদিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই অবস্থা বিরাজ করছে। ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালের মোট ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি খালি। নেই সার্জন, নেই অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ—ফলে জরুরি অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাওরাঞ্চলের হাজারো মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের চিকিৎসা সংকট আরও গভীর হচ্ছে।
বাধ্য হয়ে অনেকেই দূরবর্তী হাসপাতালে বা ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি জানান, “আমি বর্তমানে দেশের বাইরে আছি। দেশে ফিরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।” স্থানীয় বাসিন্দারা দ্রুত গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার ও স্যাকমো পদায়ন করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।