বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে  অনুষ্ঠিত ক্রিকেটসিয়া পৌরকাপ টুর্নামেন্টে ৫ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে ৮ নম্বর ওয়ার্ড ।  আজ ফাইনাল খেলা শেষে দুপুরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।

খেলায় ব্যাটিং -এর  আমন্ত্রন পেয়ে শুরুতে ব্যাট করতে নেমে ৫ নম্বর ওয়ার্ড নির্ধারিত ১৫ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমে ৮ নম্বর ওয়ার্ড টিম ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে লক্ষ্যে পৌছে জয় তুলে নেয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১২ টি ক্রিকেট টিম অংশ নেয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডশনের সভাপতি সোহাগ গাজিউল ও অন্যান্যগন বক্তব্য প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়