বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে ইসি ঘেরাও হবে: রাশেদ খান

সংবাদের আলো ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভা শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ভারতের ইশারায় টাকা দিয়ে পয়সা দিয়ে আওয়ামী লীগের লোকজন সতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিলে জনগণ তাদের রুখে দেবে। অন্তর্বর্তী সরকার নমনীয়তা দেখালে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা শহিদ হয়েছেন। দুই হাজার ভাই বোন জীবন দিয়েছেন। শিশুরাও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি। কাজেই, সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না।

তিনি বলেন, তবে যেসব আওয়ামী লীগের লোকজন মানুষের সঙ্গে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, তাদের সঙ্গে আমরাও কোনো জুলুম করব না। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি ও আওয়ামী দোসরদের বাংলাদেশের রাজনীতিতে মেনে নেয়া হবে না।

ভোটারদের উদ্দেশে রাশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে সচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। ভোটের মাঠে টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি এমপিরা টাকার জোরে নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করবে। ভোটার ভাই-বোনেরা, আপনারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের দেখা মাত্রই জুতাপেটা করবেন। ঝাটা দিয়ে ধোলাই করবেন। এই ডামি আওয়ামী দোসররা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।

এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থ। আমরা তাঁর জন্য দোয়া চাই, আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশের হাল ধরবেন। বেগম খালেদা জিয়া সার্বভৌম বাংলাদেশের প্রতীক। তিনি গণতন্ত্রের প্রতীক।

এর আগে, বিকেল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন রাশেদ খান। পথসভায় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়