বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া’

সংবাদের আলো ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণাকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার পেকুয়া সদর, শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

তিনি বলেন, ‘১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।’

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন। আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আমার হয়ে সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’

তিনি আরো বলেন, ‘এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্যে ভোট চাইতে হবে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়