বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

মির্জা সাগর হৃদয়, নেত্রকোনা প্রতিনিধি: ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫ উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনাসভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

কারিতাস ময়মনসিংহ অঞ্চলসহ সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও আয়োজনে সহযোগিতা করে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বক্তারা বলেন-সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তারিতাসের সহায়তায় হুইলচেয়ার, হেয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখরতা এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে সচেতনতার বার্তা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়