মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কু‌ড়িগ্রামে জলবায়ু অভিবাসন শীর্ষক আঞ্চলিক যুব সংলাপ 

খালেক পারভেজ লালু কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জলবায়ু অভিবাসন শীর্ষক আঞ্চলিক যুব সংলাপ অদ্য ২ ডিসেম্বর ২০২৫ শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত  হয়। সদর, উলিপুর ও নাগেশ্সরী উপজেলার ৯ টি ইউনিয়ন ভিত্তিক মাইগ্রেশন হাব থেকে ১০০ জন যুব সদস্য এতে অংশ নেন।

দলীয় কাজে জলবায়ু অভিবাসনের সমস্যা, চ্যালেঞ্জ, জলবায়ু অভিবাসন রোধে টেকসই জীবিকার উদ্ভাবনী ধারণা, জলবায়ু অভিবাসনে নারী ও কিশোরীদের ঝুঁকি ও সুরক্ষা, জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরিতে যুবদের করনীয়, নিরাপদ অভিবাসনের গুরুত্ব, সম্ভাব্য অভিবাসীদের ডাটাবেজ তৈরির মাধ্যমে সচেতন করা সহ ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে সম্পৃক্তকরণে স্টেকহোল্ডারগণের সাথে কার্যকর যোগাযোগ ইত্যাদি আলোকপাত করা হয়।

কুড়িগ্রাম টিটিসি’র অধ্যক্ষ রাশেদুল ইসলামের  সভাপতিত্বে সংলাপে অংশ নেন, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন, অতিরিক্ত উপ পরিচালক-হর্টিকালচার কৃষিবিদ এ এম মনিরুজ্জামান, কুড়িগ্রাম যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, টিটিসি’র ইনস্ট্রাকটর  তাজ উদ্দিন প্রমুখ।

সংলাপে কমিউনিটিতে ব্যাপক সচেতনতা সৃষ্টি, সম্ভাব্য অভিবাসীদের ডাটাবেজ তৈরি, ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় অভিবাসনকে নিরুৎসাহিতকরণ, আবশ্যিক অভিবাসনে নিরাপত্তা নিশ্চিতকরণ, যুবদের উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা, হাবের সাথে সরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর যোগাযোগ বিষয়গুলো উঠে আসে। কর্মশালায় জেলা জলবায়ু পরিষদের সহ সভাপতি চাষী নুরন্নবী সরকার, নাগেশ্সরী উপজেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের প্রতিনিধি ও মিডিয়া ব্যাক্তিত্ব খালেক পারভেজ লালু এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কৃষিবিদ এ এম মনিরুজ্জামান তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাড়ীতে আলু উৎপাদনসহ কিছু উদ্ভাবনী প্রযুক্তির সাথে হাব সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, আগে উদ্ভাবনী কৃষি সহ কারিগরী প্রশিক্ষণ ও সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ এলাকায় আত্মকর্মসংস্থানের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আবশ্যিক নিরাপদ মাইগ্রেশন প্রতিষ্ঠায় দৃশ্যমান অবদান রাখতে পারে মাইগ্রেশন হাবগুলি।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর সহযোগিতা এবং  ইএসডিও একসেস প্রকল্পের আয়োজেনে সংলাপে একসেস প্রকল্পের কৃষি অফিসার সোহেল রানা, উপজেলা ম্যানেজার মৃতুন্জয় রায় ও রাজিব এর সহযোগিতায় ‘অভিবাসন ও সচেতনতা’ শীর্ষক অধিবেশনটি উপস্থাপন করেন প্রজেক্ট অপারেশন ম্যনেজার গোলাম ফারুক।

সংলাপে ইউনিয়ন ভিত্তিক অভিবাসন কেন্দ্র স্থাপনে পরিষদের রুম বরাদ্দ দেয়ার জন্য সদর উপজেলার ভোগডাঙ্গা, হোলোখানা ও পাছগাছি, উলিপুর উপজেলার ধরনীবাড়ী, বুড়াবুড়ি ও ধামশ্রেনী এবং নাগেশ্বরী  উপজেলার বেরুবাড়ী, নুনখাওয়া ও কালিগন্জ ইউনিয়ন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সংলাপ অনুষ্ঠানের সভাপতি টিটিসির অধ্যক্ষ রাশেদুল ইসলাম তার সমাপনি বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নেই, হাবগুলো টিটিসি’র সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়